কলকাতা প্রেস ক্লাবের নতুন সদস্য পদ দেওয়ার বিষয়ে, ক্লাবের রেজিস্ট্রারকে সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে।
এবিষয়ে আবেদনকারীরা ক্লাব কর্তৃপক্ষকে গত ৩০শে জানুয়ারী যে চিঠি দিয়েছিল, সেবিষয়ে আগামী আট সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে হাইকোর্ট বলেছে। বিচারপতি অমৃতা সিন্হা, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের নতুন সদস্য পদ কার্যকর হবে না বলে জানিয়েছেন। প্রেস ক্লাবের অ্যাসোশিয়েট মেম্বারদের ভোটদানের অধিকার না থাকলেও, তা’ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে বলে আবেদনকারীদের অভিযোগ। সব পক্ষের বক্তব্য শুনে বিষয়টির নিষ্পত্তি না করা হলে, কলকাতা হাইকোর্ট এবিষয়ে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে।