কলকাতার হালতুতে সন্তানকে নিয়ে বাবা মায়ের আত্মহত্যার ঘটনায় পুলিশ ঋণদানকারী সংস্থার এক এজেন্টকে গ্রেপ্তার করেছে। ঘরের দেওয়ালে লেখা সুইসাইড নোট চঞ্চল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তির নাম লেখা ছিল।
জানা গেছে, ধৃত ব্যক্তি আত্মঘাতী সোমনাথ রায় এবং তাঁর স্ত্রী সুমিত্রাকে টাকার জন্য লাগাতার চাপ দেওয়ার পাশাপাশি গালিগালাজ’ও করতো। আজ তাকে আদালতে তোলা হবে। এই ঘটনায় এই নিয়ো মোট তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ।
উল্লেখ্য, হালতুর পূর্বপল্লীতে সোমনাথ রায় তাঁর স্ত্রী সুমিত্রা এবং তিন বছরের শিশু পুত্রের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় আগেই দুই আত্মীয়কে পুলিশ গ্রেপ্তার করে।