কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় নিকাশি নালায় বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়ে এ বিষয়ে তদন্তের অগ্রগতি সহ বিস্তারিত তথ্য জানিয়ে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
গত ২রা ফেব্রুয়ারি নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিষাক্ত রাসায়নিক গ্যাসে মুর্শিদাবাদের বাসিন্দা হাসিবুর রহমান ও ফার্জেম শেখ এবং উত্তর ২৪ পরগণার বাসিন্দা সুমন সর্দারের মৃ্ত্যু হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে কমিশন।