মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 17, 2024 8:54 AM

printer

কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আইএমএ আজ দেশজুড়ে ২৪ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে।

কলকাতার আর জি কর হাসপাতালে চিকিত্সকের ধর্ষণ ও খুন এবং ১৪ ই আগস্ট রাতে সেখানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ আজ দেশ জুড়ে ২৪ ঘন্টা কর্মবিরতির দাক দিয়েছে। সংগঠনের পক্ষে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকাল ৬ টা থেকে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত জরুরী বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কাজ হবে না। বহির্বিভাগ এবং সার্জারিও বন্ধ থাকবে।    

IMA এর ডাকা দেশব্যাপী এই কর্মবিরতি তে ইন্ডিয়ান  ডেন্টাল এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন, জয়েন্ট প্লাটফর্ম of Doctors, West Bengal , West Bengal Doctors Forum, Indian, Association of Dermatologist, Venereologist and Leprologists West Bengal State Branch-ও সংহতি জানিয়ে তাতে সামিল হচ্ছে। Faculty Association of All India Institute of Medical Sciences ( FAIMS) ও আজ ওপিডি ও OT পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। FAIMS এর প্রেসিডেন্ট অধ্যাপক Chittaranjan Behera এবং সাধারণ সম্পাদক Dr. Amarinder Singh Malhi গতকাল নতুন দিল্লির AIIMS এর ডিরেক্টরকে চিঠি দিয়ে এই কর্ম বিরতির কথা জানান।

এই ঘটনার প্রতিবাদে দিল্লীর রামমোহন লোহিয়া হাসপাতাল,  লেডি হার্ডিঞ্জ মেজিকেল কলেজ সহ অন্য হাসপাতালের ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হয়েছেন। অনির্দিষ্টকালের ধর্মঘটে যোগ দিয়েছেন বিহারের পাটনা মেডিকেল কলেজ ও নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালরে অসামরিক চিকিত্সকরাও।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন