কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত পি জি টি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে আজ স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলেছে।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানির সময় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- সিবিআই, নতুন করে তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিয়েছে। আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের তরফে প্রবীণ আইনজীবি ইন্দিরা জয়সিং সওয়াল করছেন। আগের শুনানিতে ছাত্রদের পক্ষে সওয়াল করেন গীতা লুথ্রা। অন্যদিকে, নির্যাতিতার বাবা-মা-র পক্ষে দাঁড়িয়েছেন বৃন্দা গ্রোভার।
শুনানির শুরুতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবি কপিল সিব্বাল, ‘লাইভ স্ট্রিমিং’ বন্ধের আবেদন করেন। পরে প্রধান বিচারপতি, জনস্বার্থ সংশ্লিষ্ট এই মামলায় সরাসরি সম্প্রচার বন্ধ রাখার আর্জি খারিজ করে দিলে, শুরু হয় সম্প্রচার। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সি বি আই-এর দাখিল করা রিপোর্টকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। এই রিপোর্ট পড়ে তাঁরা খুবই ‘বিচলিত’ বলে সর্বোচ্চ আদালতের বেঞ্চ জানিয়েছেন। খুন ও ধর্ষণের ঘটনার পর যেসমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল, সি বি আই-এর রিপোর্টে সেগুলি সবই উঠে এসেছে বলে প্রধান বিচারপতি জানান। এই তদন্ত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে।