মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 27, 2024 11:41 AM

printer

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিত্সককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে।

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিত্সককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই অভিযানকে ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ৬ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। হাওড়া যাওয়ার পথে বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে। এমনিতেই নবান্ন সংলগ্ন চত্বরে ১৬৩ ধারা জারি থাকে। প্রয়োজন বুঝে সিদ্ধান্ত বদল করা হবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোর চারটে থেকে আজ রাত ১০ টা পর্যন্ত বিদ্যাসগার সেতু, খিদিরপুর রোড, ডায়মন্ড হারবার রোড, কলকাতা বন্দরের সঙ্গে সংযোগকারী ফিডার রোড সহ মধ্য কলকাতার স্ট্র্যান্ড রোড, ক্যাজুরিনা অ্যাভিনিউয়ের মত ২৪ টি রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে অক্সিজেন সিলিন্ডার, দুধের মত জরুরী যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে, আজ ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। এই কর্মসূচীর প্রেক্ষিতে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১০০ বা এক এক দুই নম্বরে ফোন করে পরীক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে নিজেদের গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে বলে এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা জানিয়েছেন।

এদিকে, গতকাল দফায় দফায় বৈঠক করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচীকে বেআইনী ঘোষণা করা হয়েছে। ছাত্র সমাজও আজকের কর্মসূচীতে অনড় বলে জানিয়ে দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন