কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন EPFO, আরো ১৫ টি ব্যাঙ্ককে তালিকাভুক্ত করে তাদের কেন্দ্রীভূত সংগ্রহের ব্যবস্থা সম্প্রসারিত করেছে।এর ফলে মোট ৩২ টি ব্যাঙ্ক, EPFOর তালিকাভুক্ত হলো।
এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী ডক্টর মানসুখ মান্ডভিয়া বলেন ইপিএফও-র মতো প্রতিষ্ঠানগুলি নবভারতের পথে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
প্রায় ৮ কোটি সদস্য এবং ৭৪ লক্ষের বেশি পেনশন ভোগীকে নিয়ে ইপিএফও লক্ষ লক্ষ মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছে।