কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভাব্য সবরকম পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহত্তর জনস্বার্থে তাঁদের পুনরায় কাজে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ফোর্ডা, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও দিল্লীর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা আজ নতুন দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে যান। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানান তাঁরা।
মন্ত্রক জানিয়েছে, সংগঠনের প্রতিনিধিদের দাবি দাওয়ার নিয়ে একটি কমিটি গঠন করা হবে। রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলে কমিটিকে তাঁদের পরামর্শ দিতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার উদ্দেশে ২৬টি রাজ্য প্রয়োজনীয় আইন পাশ করেছে বলে খবর। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের কাজে ফেরা খুব জরুরি বলে জানিয়েছে মন্ত্রক।