কর্ণাটক বিজয় হাজারে ট্রফি একদিনের ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কর্ণাটক ৩৬ রানে বিদর্ভকে হারিয়ে দিয়েছে।
বিদর্ভ টসে জিতে কর্ণাটককে ব্যাট করতে পাঠায়। কর্ণাটক নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান তোলে। স্মরণ রবিচন্দ্রণ ১০১, অভিনব মনোহর ৭৯, কে এল সৃজিথ ৭৮ রান করেন। বিদর্ভের হয়ে দর্শন নালকাণ্ডে , নচিকেত ভুটে দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে বিদর্ভ ৪৮ ওভার ২ বলে ৩১২ রানে অলআউট হয়ে যায়। ধ্রুব শোরে ১১০, হর্ষ দুবে ৬৩ রান করেন। কর্ণাটকের হয়ে ভি কৌশিক , অভিলাষ শেট্টি ও প্রসিধ কৃষ্ণা তিনটি করে উইকেট নিয়েছেন। কর্ণাটকের স্মরণ রবিচন্দ্রন ম্যাচের সেরা হয়েছেন বিদর্ভের করুন নায়ার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।