কর্ণাটকের বন প্রতিমন্ত্রী ঈশ্বর খান্দ্রে বলেছেন, পশ্চিম ঘাট এলাকায় দখলীকৃত বনাঞ্চল অবিলম্বে খালি করা হবে। বেঙ্গালুরুতে এক বৈঠকে মন্ত্রী এ ব্যাপারে তাঁর দপ্তরের কর্মী আধিকারিকদের নির্দেশ দেন। ২০১৫ সালের পর থেকে বন বিভাগের জমিতে অবৈধ ভাবে যে বাসস্থান গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হবে। নির্মাণকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এক মাসের মধ্যে ব্যাপারে রিপোর্ট জমা দিতে হবে।
উল্লেখ্য, পশ্চিম ঘাট পর্বতমালার বিস্তীর্ণ অংশে অবৈধভাবে কফি চাষ, বাড়ী ও হোম স্টে নির্মাণ করা হচ্ছে।