মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 6, 2025 9:07 AM

printer

কর্ণাটকের ইয়াদগির জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সদস্য প্রাণ হারিয়েছেন

কর্ণাটকের ইয়াদগির জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন সদস্য প্রাণ হারিয়েছেন। সুরাপুরা থানার তিনথানি আর্চের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩৫ বছর বয়সী অঞ্জনেয়, তার ২৮ বছর বয়সী স্ত্রী গঙ্গাম্মা, তাদের দুই সন্তান পাঁচবছরের পবিত্রা এবং তিন বছরের রায়প্পা এবং অঞ্জনের ভাগ্নে, এক বছরের হনুমন্ত।

পুলিশ জানিয়েছে, পাঁচজনই যখন সুরাপুরা থেকে তিনথানিতে মোটর বাইকে করে যাচ্ছিলেন তখন একটি বাস গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পেছন থেকে বাইকটিকে ধাক্কা দিলে এই বিপত্তি ঘটে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন