করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে আফগানিস্তানকে পরাজিত করে। জয়ের জন্য ৩১৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইনিংস ৪৩ ওভার তিন বলে ২০৮ রানে থেমে যায়। রহমত শাহ ৯০ রান করেন। কাসিগো রাবাদা তিনটি উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে করেছিল ৩১৫ রান ।
রায়ান রিকেলটন ১০৩, অধিনায়ক টেম্বা বাভূমা ৫৮, রাসি ভ্যান দার দ্যুসেন ৫২ রান করেন। এইডেন মার্করাম ৫২ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মহম্মদ নবী দুটি, ফজলহক ফারুকী , আজমাতুল্লাহ ওমরজাই ও নূর আহমেদ একটি করে উইকেট নেন।