মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2024 10:46 AM

printer

কয়লা মন্ত্রক, কোল লজিসটিক্স পরিকল্পনার অধীনে অগ্রাধিকারের ভিত্তিতে ৩৮টি রেল প্রকল্প চিহ্নিত করেছে

কয়লা মন্ত্রক, কোল লজিসটিক্স পরিকল্পনার অধীনে অগ্রাধিকারের ভিত্তিতে ৩৮টি রেল প্রকল্প চিহ্নিত করেছে। রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ফার্স্ট ট্রাক এই প্রকল্প চালু হবে। রেল যোগাযোগের উন্নতি সময় মত কয়লা সরবরাহ লজিস্টিকসের খরচ কমানো এবং সারাদেশে কয়লা পরিবহনের সামগ্রিক ক্ষমতা বাড়ানো এই প্রকল্পের মূল লক্ষ্য।
এই প্রকল্পগুলির মধ্যে সরকার সম্প্রতি ওডিশায় দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প অনুমোদন করেছে।মহানদী কোল্ ফিলডস লিমিটেড ,এম সি এল এর মাধ্যমে খনি থেকে যে কয়লা উত্তোলন করা হয়, সরদেগা ভালুমুদা ডাবল লাইন এ সেগুলি পরিবহন এর ব্যবস্থা করা হবে একইভাবে বার্গা রোড- নাওয়াপাড়া রোড নতুন সিঙ্গল লাইনে, তালচের কয়লা খনি অঞ্চল থেকে উন্নততর কয়লা পরিবহন সম্ভব হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন