কয়লা এবং খনি মন্ত্রী জি কিষান রেড্ডি নতুন দিল্লিতে গতকাল বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ পর্বের সূচনা করেছেন। চলতি আর্থিক বছরে কয়লা উৎপাদন ১০০ কোটি টন ছাড়িয়ে যাওয়ায় ভারতের কয়লাক্ষেত্র, এক ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে বলে শ্রী রেড্ডি উল্লেখ করেছেন। মন্ত্রী আরো বলেন, ভূতাত্ত্বিক কয়লা মজুদের ক্ষেত্রে ভারত বিশ্বে পঞ্চম বৃহত্তম এবং এটি দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ। তিনি বলেন, বেসরকারি অংশীদারিত্ব এবং নতুন প্রযুক্তির ব্যবহার কয়লাক্ষেত্র কে সম্পূর্ণ বদলে দিয়েছে।
Site Admin | March 28, 2025 12:21 PM
কয়লা এবং খনি মন্ত্রী জি কিষান রেড্ডি নতুন দিল্লিতে গতকাল বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ পর্বের সূচনা করেছেন।
