কথিত আবগারি কেলেঙ্কারিতে সিবিআই এর দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আজ দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে শর্তাধীনে জামিন দিয়েছে। ১০ লক্ষ টাকার বন্ড জমা রাখারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি মামলার বিষয়ে আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল প্রকাশ্যে মন্তব্য করতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া-র দুই সদস্যের বেঞ্চ। হাজির থাকতে হবে নিম্ন আদালতের সব শুনানিতেও। গত বুধবার দিল্লির একটি আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ এমাসের ২৫ তারিখ পর্যন্ত বাড়িয়ে দেয়। অর্থ পাচার মামলায় ইডি গত ২১শে মার্চ, আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে গ্রেফতার করে। ইডির মামলায় কেজরিওয়াল আগেই জামিন পেয়েছিলেন।
Site Admin | September 13, 2024 3:06 PM