কঠোর নিরাপত্তায় আজ জম্মু-কাশ্মীরের সাতটি জেলার ২৪ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট গ্রহণ চলেছে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হবার পর দশ বছরের মধ্যে এই প্রথম সেখানে নির্বাচন হচ্ছে।
২০১৯ সালের আগস্ট মাসে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর জম্মু-কাশ্মীরে এই প্রথম বিধানসভা নির্বাচন নির্বিঘ্ন রাখতে জম্মু-কাশ্মীর পুলিশ সব রকমের নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে।
যে ২৪ টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে জম্মু অঞ্চলের তিনটি জেলায় ৮ টি এবং কাশ্মীর উপত্যকায় চারটি জেলার ১৬ টি আসন রয়েছে।
২৩ লক্ষেরও বেশি ভোটদাতা আজ ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ।এর মধ্যে ৯০ জন নির্দল ।
মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনী, জম্মু-কাশ্মীর সশস্ত্র পুলিশ ও জম্মু-কাশ্মীর পুলিশ কর্মী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জম্মু কাশ্মীরের মানুষকে আরও বেশী সংখ্যায় ভোট দানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, গনতন্ত্র এর এই উৎসব কে আরও শক্তিশালী করতে আরও বেশী ভোটদানের হার সুনিশ্চিত করা দরকার।তিনি, বিশেষ করে তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।