মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 20, 2024 8:31 AM

printer

কঠোর নিরাপত্তার মধ্যে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঝাড়খন্ডে দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্রে এক পর্বের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ কিছুক্ষণ আগে শুরু হয়েছে।

ঝাড়খন্ডের ১২ টি জেলার ৩৮ টি কেন্দ্রে এই পর্বে ভোট নেওয়া হচ্ছে। সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫ টা পর্যন্ত। তবে স্পর্শকাতর কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে ,ভোট নেওয়া হবে বিকেল ৪ টে অবধি।

দ্বিতীয় পর্যায়ের ভোটের ময়দানে রয়েছেন ৫৫ জন মহিলা সহ  ৫২৮ জন প্রার্থী। এক কোটি ২৩ লক্ষেরও বেশি ভোটার  এদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন বারহাইত আসনের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং   ধানওয়ার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। সিল্লি আসনে লড়ছেন আজসু প্রধান সুদেশ মাহাতো।

এদিকে, মুখ্যমন্ত্রীর স্ত্রী কল্পনা সোরেন গান্দে আসনে এবং হেমন্তের ভাই বসন্ত্ সোরেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকা থেকে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদানের লক্ষ্যে ৬০০ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার,  ভোটদাতাদের নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, মহারাষ্ট্রেও আজ  ২৮৮ টি আসনে ভোটগ্রহণ চলবে সন্ধে ৬ টা পর্যন্ত। ২ হাজার ৮৬ জন নির্দল প্রার্থী সহ মোট প্রার্থী আছেন  ৪ হাজার ১৩৬। বিজেপি লড়ছে ১৪৯ টি আসনে, শিবসেনা ৮১ এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ৫৯ টি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন। কংগ্রেসের ১০১ জন প্রার্থীপদ দাখিল করেছেন। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা লড়ছেন ৯৫ টি আসনে এবং এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন।  

মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস  চকালিঙ্গাম জানিয়েছেন, ১ লক্ষ ৪২৭ টি ভোটগ্রহণকেন্দ্রে ৫ লক্ষেরও বেশী ভোট কর্মীকে মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা এবং পাঞ্জাব, উত্তর প্রদেশ, কেরালা ও উত্তরাখণ্ড এর ১৫ টি বিধানসভা আসনের উপ নির্বাচনেও শুরু হয়েছে ভোট গ্রহণ। গণনা ২৩ শে নভেম্বর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন