কংগ্রেস কর্ণাটকে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিম সম্প্রদায়ের হাতে তুলে দিচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন। হরিয়ানায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে এখানেও একই কাজ করবে। তিনি বলেন, হরিয়ানায় কোনও অবস্থাতেই এমনটা হতে দেওয়া হবে না।
মহেন্দ্রগড়ের পালিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ‘পিছড়া বর্গ সম্মান সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে শ্রী শাহ আজ বক্তব্য রাখছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির মন্ত্রীসভা তিনটি সিদ্ধান্ত নিয়েছে, প্রথম সিদ্ধান্ত ক্রিমি লেয়ারের সীমা ৬ লক্ষ থেকে বাড়িয়ে ৮ লক্ষ করা, দ্বিতীয়টি পঞ্চায়েতে গ্রুপ ‘এ’কে ৮ শতাংশ এবং গ্রুপ বি-কে ৫ শতাংশ সংরক্ষণ দেওয়া এবং তৃতীয়টি কর্পোরেশনগুলিতে গ্রুপ বি-কে পাঁচ শতাংশ সংরক্ষণ দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণপাল গুর্জর সহ হরিয়ানার অনেক মন্ত্রী ও বিধায়ক।