মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 2, 2024 6:16 PM

printer

ওয়ায়নাড়ে পাড়াভেত্তিকুন্নু এলাকায় চারজন জীবিত অবস্থায় উদ্ধার ,উদ্ধার কাজ চলছে

ভয়াবহ ভূমিধ্বসে বিধ্বস্ত কেরালার ওয়ায়নাড়ে পাড়াভেত্তিকুন্নু এলাকায় সেনাকর্মীরা চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। এরমধ্যে এক মহিলা ও একটি শিশু কন্যাও রয়েছে। শিশুটির পায়ে আঘাত রয়েছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বায়ুসেনার বিমানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। গত মঙ্গলবারের ভূমিধসে এপর্ন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শতাধিক মানুষ এখনও নিখোঁজ।

৯১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৭ হাজারেরও বেশি  বাসিন্দা। ধ্বস কবলিত এলাকায় আজও ভারি বৃষ্টি হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে তল্লাশির কাজ।

সেনাকর্মী, পুলিশ এবং উদ্ধারকারীরা ধসবিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপের নীচ থেকে দেহ উদ্ধারের কাজ চালাচ্ছেন। সেনাবাহিনীর স্নিফার ডগকেও কাজে লাগানো হচ্ছে।

চূড়ামালায় ছোট নদীর উপর ১৯০ ফুট লম্বা বেইলি ব্রীজ চালু হওয়ায় আরও বেশি উদ্ধারকর্মী এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

অন্যদিকে, চালিয়ার নদী বরাবর ৪০ কিলোমিটার অংশ জুড়ে  ভেসে যাওয়া দেহের সন্ধান চলছে।

গতকাল ওয়ায়নাড়ে যান লোকসভায় বিরোধী দলনেতা এবং সেখানকার প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতৃবৃন্দ।  পরে সাংবাদিকদের রাহুল বলেন, পিতৃহারা হওয়ার সময়ের ব্যাথা অনুভব করেছেন তিনি।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ভূমিধ্বসে প্রাণহানির গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি মৃতদের পরিবারের প্রতি  সমবেদনা জানান। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন