ওয়াশিংটন ডিসির আকাশে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্ঘর্ষের ঘটনায় যাত্রীদের কেউই জীবিত নেই বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। গতরাতে হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে, রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। সারা দেশ এই ঘটনায় শোকাহত বলেও তিনি জানান। উল্লেখ্য রোনাল্ড রেগন জাতীয় বিমানবন্দরের কাছে ঐ দুর্ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৬৪ জন যাত্রী ছিলেন। অন্যদিকে তিন মার্কিন সেনা ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন বলে জানা গেছে। বরফ শীতল পোটোম্যাক নদী থেকে এপর্যন্ত ২৮টি দেহ উদ্ধার করেছেন তদন্তকারীরা।