ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রধম বৈঠক বসে আজ নতুন দিল্লিতে। ৩১ সদসদ্যের এই কমিটির নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। কমিটির সদস্যদের মধ্যে ২১ জন লোকসভা এবং ১০ জন রাজ্যসভার সাংসদ। কমিটিতে লোকসভার পক্ষ থেকে বিলটি খুঁটিয়ে পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
আজকের বৈঠকে আইন ও বিচার এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের আধিকারিকরা খসড়া আইনে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনী সম্পর্কে সদস্যদের অবহিত করেন।
বৈঠকের আগে জগদম্বিকা পাল সাংবাদিকদের বলেন, বিলের বিভিন্ন সংস্হান নিয়ে আলোচনা করার সময় তারা সংখ্যালঘু সংগঠনগুলির সর্বোচ্চ সংখ্যক মানুষকে যাতে সর্বাধিক সুবিধে দেওয়া যায়, সেদিকে লক্ষ্য রাখা হবে। বিলটি প্রণয়নের নির্দিষ্ট উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, ওয়াকফ-এ হস্তান্তরিত সম্পত্তিগুলি যাতে অনগ্রসর মুসলিম ও মহিলাদের সাহায্যে আসে, সরকার সেটাই চায়। তিনি আরও বলেন, কমিটি ৪৪-টি সংশোধনীর সবকটি নিয়ে আলোচনা করবে। এবং তার ভিত্তিতেই সংসদের পরবর্তী অধিবেশনে একটি সঠিক ও সর্বাত্মক আইন প্রণয়ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল – ২০২৪-এর লক্ষ্য হলো ওয়াকফ সম্পত্তিগুলি পরিচালনার ক্ষেত্রে কার্যকারিতা আরও বাড়ানো এবং এসংক্রান্ত কোন খামতি থাকলে তা দুর করা।