ওয়াকফ সংশোধনী বিল – ২০২৪- এর যৌথ কমিটি রিপোর্ট, লোকসভায় পেশ করা হলে বিরোধীদের তীব্র আপত্তির প্রেক্ষিতে দুপুর দুটো পর্যন্ত সভা মুলতুবি হয়ে যায়। কংগ্রেস, ডি এম কে এবং সমাজবাদী পার্টিসহ অন্যান্য বিরোধী সদস্যরা ওয়াকফ সংশোধনী বিলের সংশোধনী রিপোর্ট পেশ করা নিয়ে তীব্র হট্টগোল শুরু করে দেয়। অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের শান্ত হতে লাগাতার আবেদন জানালেও, পরিস্থিতি অপরিবর্তিত থাকে। তিনি বলেন, রিপোর্ট পেশ করা হলেই , তিনি সদস্যদের এবিষয়ে বলতে দেবেন।
এদিকে, বিরোধীদের আপত্তি সত্ত্বেও, যৌথ কমিটির রিপোর্ট রাজ্যসভাতেও পেশ করা হয়েছে। আজ সকালে বিজেপি সাংসদ ডক্টর মেধা ভিশ্রাম কুলকার্ণি সংসদের উচ্চকক্ষে এই রিপোর্ট পেশ করলে বিরোধীরা হৈ-হট্টগোল শুরু করে দেন। চেয়ারম্যান জগদীপ ধনখড় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।