ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত সংসদের যৌথ কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেছেন, এই বিল দরিদ্র মুসলিমদের স্বার্থেই আনা হয়েছে। ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রতিবাদের বিষয়ে শ্রী পাল সাংবাদিকদের বলেন, সংসদে ৪২৮ পৃষ্ঠার রিপোর্ট পেশ করা হয়েছে এবং ওয়াকফ বোর্ডের উন্নতি সাধনের জন্য সংশোধনী আনা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সরকারের বিরুদ্ধে ভুল ও মিথ্যে বাতাবরণ তৈরীর ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, একটি ন্যায্য, ভারসাম্যযুক্ত নীতি প্রণয়ণের জন্য মুসলিম সংগঠন সহ সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা করতে সরকার, বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে।