ওড়িশা ওয়ারিয়ার্স, মেয়েদের প্রথম হকি ইন্ডিয়া লিগে চ্যাম্পিয়ান হয়েছে। গতসন্ধ্যায় রাঁচিতে ফাইনালে তাঁরা JSW সুর্মা হকি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। রুতুজা দাদাসো পিসাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
অন্যদিকে, পুরুষদের হকিতে আজ শ্রাচী রাঢ় বেঙ্গল দিল্লি SG পাইপার্স-এর মুখোমুখি হবে। অন্যদিকে JSW সুর্মা হকি ক্লাব খেলবে বেদান্ত কলিঙ্গ ল্যানসার্স-এর বিরুদ্ধে।