ওড়িশায়, বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কোচ আজ কটকের কাছে লাইনচ্যুত হয়েছে। নারগুন্ডি রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত সাত জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কটকের SCB মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ব্যাঙ্গালুরু থেকে ট্রেনটি কামাখ্যা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ভারতীয় রেলের বরিষ্ঠ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। ঘটনার পরই উদ্ধারকারী দল এবং চিকিৎসকদের টিম সেখানে পৌঁছয়। আটকে পড়া যাত্রীরা যাতে তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য প্রয়াস চলছে। তাঁদের সহায়তার জন্য চালু করা হয়েছে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর।
Helpline numbers in connection with incident of 12551 SMVT-KYQ Express in Odisha.
Guwahati: 0361-2731621, 0361-2731622, 0361-2731623. Kamakhya: 9957247953. Rangiya: 9854419064, 9957554979. New Bongaigaon: 9957554957, 9957554964. New Coochbehar: 7605036155. Kishanganj: 6456226794. Barsoi: 6451220886. Bhubaneswar (BBS), Platform No. 1 – 8114382371. Bhadrak – 9437443469. Cuttack – 7205149591. Palasa (TTE Checking Post) – 9237105480. Jajpur Keonjhar Road (JJKR) Helpdesk – 9124639558. Railway No. – 73323. SMR BALU (Helpdesk Number) – 8455889934. Brahmapur (BAM) Helpdesk – 0680-2229477. Khurda Road (KUR) BSNL Helpline – 0674-2490555. Khurda Road (KUR) Railway Helpline – 73000.