মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 25, 2024 2:12 PM

printer

ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খন্ড হয়ে এ রাজ্যে আসা বাঘিনী যাতে লোকালয়ের দিকে আসতে নাপারে তার জন্য জঙ্গলের একাংশে জাল দিয়ে ঘেরার কাজ শুরু করে দিল বনদফতর।

ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খন্ড হয়ে এ রাজ্যে আসা বাঘিনী যাতে লোকালয়ের দিকে আসতে নাপারে তার জন্য জঙ্গলের একাংশে জাল দিয়ে ঘেরার কাজ শুরু করে দিল বনদফতর। গতকাল রাইকার জঙ্গলের একাংশে থাকা ভাঁড়ারির জঙ্গলে পাঁচটি ছাগলকে মেরে ফেলে বাঘিনীটি।তারপর থেকেই উদলবনী, লেদাশোলের মত জঙ্গল লাগোয়া গ্রাম গুলিতে যাতে বাঘ ঢুকতে না পারে তার জন্য রাত থেকেই এই এলাকা নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু করে বনদফতর। এর সাথে এলাকায় দেওয়া হয়েছে অতিরিক্ত টোপ। জানা গেছে সিমলিপাল থেকে আসা বাঘিনী এখনও ওই জঙ্গলেই রয়েছে। তাকে বাগে আনার জন্য বন কর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।
এদিকে,গতকাল একসঙ্গে পাঁচটি ছাগলের মৃত্যুর ঘটনার পর চরম আতংক ছড়িয়েছে ওই এলাকায়। আজ আর কেউ নিজেদের গবাদি পশুদেরকে বাড়ির বাইরে বার করেননি। গ্রাম থেকেও বেরোচ্ছেন না গ্রামবাসীরা। গতকাল থেকেই রাস্তায় যারা বেরোচ্ছেন তারা অস্ত্র হাতে বেরোচ্ছেন। কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডি এফ ও, পূরবী মাহাতো বলেন, বাঘিনী আগের অবস্থানেই রয়েছে। সে এখনও কোন টোপ খায়নি। নতুন করে কোন গৃহপালিত পশুকে আক্রমন করার খবর নেই। এলাকার গ্রামবাসীরা জঙ্গলের ধারে কাছে যাতে না যান তার জন্যও চালানো হচ্ছে প্রচার।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন