ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে ঝাড়খন্ড ও এই রাজ্যের ঝাড়গ্রামের শিমুলপাল হয়ে বাঘিনী ‘জিনাত’, পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঘোরাফেরা করছে।
আমাদের পুরুলিয়ার সংবাদদাতা জানিয়েছেন, সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে প্রশিক্ষিত আধিকারিকরা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বাঘিনীটির গতিবিধির ওপর নজর রাখছে। তার গলায় পড়ানো আছে রেডিও কলার। গ্রামবাসীদের জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
আজ সকাল থেকেই বাঘিনী ধরার জন্য শুরু হয়েছে অভিযান।