ওষুধের মান নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংগঠন- CDSCO, চারটি ওষুধের নির্বাচিত একাধিক ব্যাচকে জাল বলে চিহ্নিত করেছে। আনুমাণিক তিন হাজার নমুনা পরীক্ষার মদঝ্যে ৪৯টি ওষুধ কম কার্যকর প্রমাণিত হওয়ায় তা’ তুলে নিতে বলা হয়। মোট পরীক্ষার দেড় শতাংশ এধরণের ওষুধের সন্ধান মিলেছে।
এর মধ্যে রয়েছে অতিব্যবহৃত ক্যালসিয়াম পরিপূরক শেলক্যাল-ফাইভ হান্ড্রেড এবং অ্যান্টাসেড প্যান- ডি। গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার আলিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক ক্ল্যাভাম-625 এবং মনোসেফ ও সিপ্রোডাক-500 । ভারতের ওষুধ নিয়ন্ত্রক নির্দেশক রাজীব সিং রঘুবংশী জানান, কড়া নজরদারি চালিয়ে এই ওষুধগুলিকে চিহ্নিত করা হয়েছে।