মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 1, 2025 9:53 PM

printer

ওয়াকফ সংশোধনী বিল- ২০২৪, আগামীকাল লোকসভায় আলোচনা এবং পাসের জন্য উত্থাপিত হবে। 

ওয়াকফ সংশোধনী বিল- ২০২৪, আগামীকাল লোকসভায় আলোচনা এবং পাসের জন্য উত্থাপিত হবে। 

সংসদ ভবনে আজ সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, জানান, সংসদে বিলটির উপর আলোচনার জন্য আট ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে, সাংসদদের বক্তব্য শোনার  পর আলোচনার সময় বাড়ানো যেতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া  হয়েছে। তিনি বলেন, সরকার বিলটির বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। কিন্তু বিরোধী দলগুলি তোষণের রাজনীতির কারণে আইনটির বিরোধিতা করছে। সরকার যথাযথ ও খোলাখুলি বিতর্কের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে দলমত নির্বিশেষে প্রত্যেক সাংসদ আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন।   

এর আগে, বিলটি গত বছরের আগস্টে লোকসভায় পেশ করা হয়। কিন্তু বিল নিয়ে আর-ও আলোচনার জন্য বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সভাপতিত্বে একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটি ছত্রিশটি বৈঠক করে, যেখানে তারা বিভিন্ন মন্ত্রক ও বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি গুরুত্বপূর্ণ সংস্থাগুলির মতামত ও পরামর্শ শুনেছে।

 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন