মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 1, 2025 7:44 AM

printer

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে। টসে জিতে মুম্বই কলকাতাকে ব্যাট করতে পাঠায়। কলকাতা ১৬ ওভার ২ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায়। অংক্রিশ রঘুবংশী ২৬, রমনদীপ সিং ২২ রান করেন। মুম্বইয়ের হয়ে আইপিএল এর অভিষেক ম্যাচে অশ্বনি কুমার চার উইকেট নেন। রান তাড়া করতে নেমে মুম্বই ২ উইকেট হারিয়ে ১২ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায়। রায়ান রিকেলটন ৬২ রানে, সূর্যকুমার যাদব ২৭ রানে অপরাজিত থাকেন। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল উইকেট দুটি নেন। অশ্বনি কুমার ম্যাচের সেরা হয়েছেন।

লখনউ এর একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আই পি এলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। লখনউ দুটি ম্যাচ খেলে একটিতে জয়ী হয়েছে, একটিতে পরাজিত হয়েছে। অন্যদিকে পাঞ্জাব তাঁদের খেলায় প্রথম ম্যাচে জয়ী হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন