ওমানের মাসকটে মহিলাদের জুনিয়ার এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়ান ভারত গতকাল সেমিফাইনালে জাপানকে হারিয়ে দেয়।
ভারতের পক্ষে দীপিকা দু’টি এবং মুমতাজ একটি গোল করেন। ম্যাচের সেরা হয়েছেন দীপিকা। অপর সেমিফাইনালে চীন গতবারের রানার্স দক্ষিণ কোরিয়াকে চার এক গেলে হারিয়ে দেয়।
উল্লেখ্য, পুল এ-র ম্যাচে চীন ভারতকে ২-১ গোলে পরাস্ত করেছিল।