মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 15, 2024 1:01 PM

printer

ওমানের মাসকটে মহিলাদের জুনিয়ার এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে

ওমানের মাসকটে মহিলাদের জুনিয়ার এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়ান ভারত গতকাল সেমিফাইনালে জাপানকে হারিয়ে দেয়।  

ভারতের পক্ষে দীপিকা দু’টি এবং মুমতাজ একটি গোল করেন। ম্যাচের সেরা হয়েছেন দীপিকা। অপর সেমিফাইনালে চীন গতবারের রানার্স দক্ষিণ কোরিয়াকে চার এক গেলে হারিয়ে দেয়।

উল্লেখ্য, পুল এ-র ম্যাচে চীন ভারতকে ২-১ গোলে পরাস্ত করেছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন