ওমানের মাসকটে আয়োজিত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারত আজ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।
ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যোতি সিং। গতকাল গ্রুপ–এ ‘র প্রথম ম্যাচে চীন বাংলাদেশকে ১৯-০ গোলে হারিয়ে দেয়। এই গ্রুপের অন্য ম্যাচে মালয়েশিয়া থাইল্যান্ড কে ৩-০ গোলে পরাজিত করে।
গ্রুপ–বি’র ম্যাচে জাপান গতকাল ১৫-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়।
উল্লেখ্য, দুটি গ্রুপে মোট দশটি দেশ খেলছে এই টুর্নামেন্টে।
গ্রুপ–এ তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ভারত সহ চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশ।
গ্রুপ-বি তে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীনা তাইপেই, হংকং এবং শ্রীলঙ্কা।
এই প্রতিযোগিতার প্রথম পাঁচটি দল আগামী বছর চিলিতে FIH জুনিয়র বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে।
Site Admin | December 8, 2024 10:05 AM