ওড়িশার বিভিন্ন জায়গায় আগামীকাল তীব্র থেকে অতি তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর । বিদর্ভ, ছত্রিশগড় ,ঝাড়খন্ড ,উত্তর তেলেংগানায় আগামীকাল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সৌরাষ্ট্র ও কচ্ছে আগামী দুদিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আইএমডি। আইএম ডির বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ সোমা সেন রায় সাংবাদিকদের জানিয়েছেন, ওড়িশায় আগামীকাল পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহের লাল সর্তকতা এবং ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিন হলুদ সর্তকতা জারি থাকবে।
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল ইয়া নাম কেরালা এবং মাহেতে আগামীকাল অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। অন্যদিকে আইএমডি উত্তরাখন্ডে আগামীকাল এবং অরুণাচল প্রদেশে আগামী দুদিন ভারীবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জম্মু-কাশ্মীর ,লাদাখ, গিলগিট, বালতিস্তান, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ রাজস্থান সিকিম কেরালা এবং মাহিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।
Site Admin | March 15, 2025 10:04 PM
ওড়িশার বিভিন্ন জায়গায় আগামীকাল তীব্র থেকে অতি তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর ।
