প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ তারিখ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাতে’ তাঁর চিন্তা ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে ১১৩ তম পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে জনসাধারণ তাঁদের মতামত ও পরামর্শ টোলফ্রি নম্বর ১৮০০-১১-৭৮০০তে বা Narendra Modi App কিংবা MyGov Open Forum-এ ২৩শে আগস্টের মধ্যে জানাতে পারেন। আকাশবাণী ও দূরদর্শনের সব কটি চ্যানেল, আকাশবাণী সংবাদের website ও newsonair mobile app এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটির live স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ সম্প্রচার হবে।
Site Admin | August 12, 2024 11:25 AM