মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 31, 2024 2:08 PM

printer

এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, হাসপাতালের ডারম্যাটোলজি বিভাগের হাউস স্টাফ রনজিত সাহার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জানিয়েছে।

এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, হাসপাতালের ডারম্যাটোলজি বিভাগের হাউস স্টাফ রনজিত সাহার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জানিয়েছে। হাসপাতালের এমএসভিপিকে দেওয়া এক চিঠিতে, তাঁরা জানিয়েছেন, রনজিত সাহাও তার দল বেশ কিছু বছর ধরে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ও পোস্ট ডক্টরাল ট্রেইনিদের হুমকি দিচ্ছে। এমনকি তাঁদের শারীরিকভাবে নিগ্রহও করা হচ্ছে বলে অভিযোগ।
বাদ যাননি কলেজের শিক্ষকরাও। কলেজ কাউন্সিলের মিটিং ডেকে ঘটনার তদন্তের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।রণজিৎ সাহা ও তার দলের কাউকে একাডেমিক ও প্রশাসনিক পদ এবং এস এস কে এম-এর কোনো হোস্টেলে না রাখার আর্জিও জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন