QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং: এশিয়া ২০২৫-এর প্রথম ১০০-তে স্থান পেয়েছে সাতটি ভারতীয় প্রতিষ্ঠান। শীর্ষ ৫০-টির মধ্যে দুটি এবং শীর্ষ ১০০-টির মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি IIT দিল্লী ৪৪ তম স্থানে রয়েছে।
শিক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই সংস্করণটি মহাদেশজুড়ে উচ্চশিক্ষায় ভারতের ক্রমাগত উন্নতির পথকে তুলে ধরেছে। আইআইটি বম্বে ৪৮ তম স্থানে রয়েছে এবং আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়গপুর, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, আইআইটি কানপুর ও দিল্লি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০০-টির মধ্যে রয়েছে।
আইআইটি গুয়াহাটি, আইআইটি রুরকি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, ইউপিইএস এবং ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলি প্রথম ১৫০-টির মধ্যে রয়েছে। এই র্যাঙ্কিং পূর্ব, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং মধ্য এশিয়ার ২৫টি দেশের ৯৪৮টি প্রতিষ্ঠানের মূল্যায়ন করে।