এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC, ওমেন্স এশিয়া কাপ ফুটবলের সূচি ঘোষণা করা হয়েছে। ভারত আছে গ্রুপ বি, তে। এই গ্রুপে অন্য দলগুলি হলো থাইল্যান্ড, মঙ্গোলিয়া, টিমোর লিষ্ট এবং ইরাক। গ্রুপ বি, র খেলা গুলি হবে থাইল্যান্ডে চলতি বছরের ২৩ শে জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। এশিয়ান কাপে গ্রুপ চ্যাম্পিয়ন আটটি দল খেলবে।এখান থেকে সেরা ছয়টি দল ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নেবে। ব্রাজিলে বিশ্বকাপ হবে দু হাজার ২৭ সালে।
Site Admin | March 28, 2025 9:22 PM
এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC, ওমেন্স এশিয়া কাপ ফুটবলের সূচি ঘোষণা করা হয়েছে।
