মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 28, 2025 9:22 PM

printer

এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC, ওমেন্স এশিয়া কাপ ফুটবলের সূচি ঘোষণা করা হয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC, ওমেন্স এশিয়া কাপ ফুটবলের সূচি ঘোষণা করা হয়েছে। ভারত আছে গ্রুপ বি, তে। এই গ্রুপে অন্য দলগুলি হলো থাইল্যান্ড, মঙ্গোলিয়া, টিমোর লিষ্ট এবং ইরাক। গ্রুপ বি, র খেলা গুলি হবে থাইল্যান্ডে চলতি বছরের ২৩ শে জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। এশিয়ান কাপে গ্রুপ চ্যাম্পিয়ন আটটি দল খেলবে।এখান থেকে সেরা ছয়টি দল ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নেবে। ব্রাজিলে বিশ্বকাপ হবে দু হাজার ২৭ সালে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন