এবার থেকে ৬০ বছরের বেশী বয়সী মহিলারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে পাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজি গতকাল মালদায় এ কথা ঘোষণা করেন।
সেখানে এক সভায় তিনি জানান, ”লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের আওতায় মা-বোনেরা যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত টাকা পাবেন।এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, এই ভাণ্ডারের পরিমাণ সময়ের সঙ্গে আরও বাড়বে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ”এই ভান্ডার মা বোনেদের জন্য। মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার কোনও দরকার নেই। তাদের পড়াশোনা করার সুযোগ দিতেও আর্জি জানান মুখ্যমন্ত্রী, কারণ একদিন মেয়েরাই সংসার চালাবে।”
উল্লেখ্য, তিন জেলা সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করেন।
জেলা সফরের শেষ পর্যায়ে আজ তিনি আলিপুরদুয়ারের মাদারিহাটে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।