মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 25, 2024 12:56 PM

printer

এবার আন্তর্জাতিক বাজারে লোকোমোটিভ  মানুফ্যাকচারিং হাব হিসেবে ভারত পা রাখতে চলেছে।

এবার আন্তর্জাতিক বাজারে লোকোমোটিভ  মানুফ্যাকচারিং হাব হিসেবে ভারত পা রাখতে চলেছে। বিহারের মারওয়ারা প্ল্যান্ট থেকে আফ্রিকায় লোকোমোটিভ রপ্তাণি হবে।রেল মন্ত্রক জানিয়েছে ওয়েবটেক লোকোমোটিভ প্লান্ট ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে এই প্রথম বিশ্ব বাজারে ক্রেতার জন্য লোকোমোটিভ তৈরি করবে।এই কারখানা থেকেই ভোলিউশন সিরিজের ES434ACmi লোকোমোটিভ বিশ্ব বাজারে যোগান দেওয়া হবে। এই ধরনের ইঞ্জিন জ্বালানি সাশ্রয়ী ও অত্যন্ত উষ্ণ পরিবেশেও ভালো কাজ করে। এই ধরনের প্রকল্প কৌশলগত গুরুত্বের পাশাপাশি ভারতের মেক ইন ইন্ডিয়া ওপ্রধানমন্ত্রীর আত্মনির্ভর  ভারত গড়ার স্বপ্নকে আরো শক্তিশালী করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন