মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 22, 2025 11:04 AM

printer

এফ আই এইচ  প্রো-লীগ হকিতে হরমনপ্রীত সিং-এর নেতৃত্বে ভারতীয় পুরুষ দল ৩-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে।

     এফ আই এইচ  প্রো-লীগ হকিতে হরমনপ্রীত সিং-এর নেতৃত্বে ভারতীয় পুরুষ দল ৩-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতরাতে এই ম্যাচের ৮ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের হয়ে গোল করেন জেরেমি ডানকান। পরে ভারতের মনদীপ সিং, জার্মানপ্রীত সিং ও সুবজিৎ সিং গোল শোধ করে দলকে জয় এনে দেন। আজও দুটি দল পরস্পরের মুখোমুখি হবে। কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়। পাঁচ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ভারত বর্তমানে পঞ্চম স্হানে রয়েছে।  

এদিকে,  মহিলাদের হকিতে ভারতীয় দল, ০ – ৪ গোলে জার্মানির কাছে পরাজিত হয়েছে। কলিঙ্গ স্টেডিয়ামেই গতকাল এই ম্যাচে Amelie Wortmann , Sophia Schwabe  এবং Johanne Hachenberg গোল করেন। 

     আজ ২ টি দলই  আবার মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল পাঁচটা ১৫ মিনিটে।

ভারতের  মেয়েরা পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্হানে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন