মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 29, 2024 12:46 PM

printer

এন টি এ, বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি – এন টি এ, বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে। গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে এন টি এ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইউ জি সি নেট জুন-২০২৪ পরীক্ষা, ২১-শে আগষ্ট থেকে সেপ্টেম্বরের ৪ তারিখের মধ্যে নেওয়া হবে। এমাসের ১৮ তারিখে এই পরীক্ষা গ্রহণের পরের দিনই বাতিল করা হয়েছে।  

জয়েন্ট সি এস আই আর – ইউ জি সি নেট – জুন ২০২৪ পরীক্ষা সতর্কতামূলক ব্যবস্হা হিসেবে স্হগিত করা হয়েছিল। তা নেওয়া হবে ২৫ থেকে ২৭-শে জুলাই।

উল্লেখ্য, রসায়ন বিজ্ঞান, ভূ-বিজ্ঞান, বায়ু মন্ডল, মহাসাগর এবং গাণিতিক ও শারীরিক বিজ্ঞানে পি এইচ্ ডি-তে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে।

চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা – এন সি ই টি, যা স্হগিত করা হয়েছিল – তা নেওয়া হবে ১০-ই জুলাই।

অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট – ২০২৪, আগামী মাসের ৬ তারিখে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী নেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন