এনফোর্সমেন্ট নির্দেশালয়য় ইডি বিহার বিধান পরিষদের প্রাক্তন সদস্য , এলজেপি (রামবিলাস) নেতা হুলাস পান্ডের মালিকানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ এবং অবৈধ খননের বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পাটনা এবং বেঙ্গালুরুতে গভীর রাত পর্যন্ত ইডি অভিযান চালায় তল্লাশি অভিযানের সময় বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়।
Site Admin | December 28, 2024 9:12 AM