মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 21, 2024 10:57 AM

printer

এনফোর্সমেন্ট নির্দেশালয় ED, হায়দ্রাবাদে গত বছর ফরমুলা ই কার রেসে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ভারত রাষ্ট্র সমিতি BRS নেতা গ্রেপ্তার।

এনফোর্সমেন্ট নির্দেশালয় ED, হায়দ্রাবাদে গত বছর ফরমুলা ই কার রেসে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ভারত রাষ্ট্র সমিতি BRS নেতা, প্রাক্তন মন্ত্রী কে তারকরামা রাও এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করেছে। সরকারী সূত্রে জানা গেছে, তেলেঙ্গানা পুলিশের দুর্নীতি নিরোধক ব্যুরো ACB, অর্থ তছরুপ প্রতিরোধ আইনের বিভিন্ন ধারার আওতায় এই মামলা রুজু করেছে।

 উল্লেখ্য, তেলেঙ্গানা হাই কোর্ট গত সন্ধ্যায় এক অন্তর্বর্তী নির্দেশে রাজ্য পুলিশের দুর্নীতি নিরোধক ব্যুরো ACB কে , ওই BRS নেতাকে এ মাসের ৩০ তারিখ পর্যন্ত গ্রেপ্তার না করতে বলে।

 এর আগে ACB গত বৃহস্পতিবার ACB, প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর পুত্র, প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে  মামলা দায়ের করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন