এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি, বিহারে প্রাক্তন ভূমি ও রাজস্ব মন্ত্রী তথা আরজেডি নেতা অলোক কুমার মেহতার বাড়ি সহ একাধিক ঠিকানায় আজ একযোগে তল্লাশি চালাচ্ছে।
সূত্রের খবর, বৈশালী নগরোন্নয়ন সমবায় ব্যাঙ্কের তহবিল তছরুপের অভিযোগে আরজেডি প্রধান লালুপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী মেহতার পাটনা, বৈশালী, কলকাতা ও বারাণসীর বিভিন্ন ঠিকানায় এই তল্লাশি চালানো হচ্ছে।