এখনও পর্যন্ত ৯১ জন ভারতীয় নাগরিককে রুশ সেনায় নিয়োগ করা হয়েছে বলে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ জানিয়েছেন। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে অতিরিক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এদের মধ্যে আটজন দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন, যুদ্ধে আহত ১৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, রুশ সেনাবাহিনী থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন ৬৯ জন ভারতীয় নাগরিক। ভারত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও বিদেশ মন্ত্রী জানিয়েছেন। বিষয়টি তিনি বহুবার রাশিয়ার বিদেশ মন্ত্রীর কাছে উত্থাপন করেছেন বলে ড জয়শঙ্কর উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরকালেও রাশিয়ার রাষ্ট্রপতি এব্যপারে আশ্বাস দিয়েছিলেন। এই সকল ভারতীয় নাগরিককে অন্য কাজের টোপ দিয়ে নিয়ে গিয়ে রাশিয়ার বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলেও জানিয়েছেন তিনি। সিবিআই এবিষয়ে ১৯ জন ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ফৌজদারী ষড়যন্ত্রের মামলা রুজু করেছে।
Site Admin | August 9, 2024 2:37 PM