মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 8, 2025 10:38 AM

printer

এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হবে

এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হবে। ৩৯ সদস্যের কমিটিতে লোকসভার ২৭ এবং রাজ্যসভার ১২ জন সদস্য রয়েছেন। এই কমিটি পরবর্তী সংসদীয় অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে তাদের রিপোর্ট জমা দেবে। কমিটিতে অন্যান্যদের মধ্যে বিজেপির পি পি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর এবং পুরষোত্তমভাই রূপালা, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জী, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে লোকসভার সদস্য হিসাবে রয়েছেন। রাজ্যসভার সদস্য হিসাবে বিজেপির পক্ষে ঘনশ্যাম তিওয়াড়ি, ভুবনেশ্বর কলিতা ও কে লক্ষ্মন, কংগ্রেসের রনদীপ সিং সূর্যেওয়ালা, মুকুল ওয়াসনিক, ওয়াইওসআর কংগ্রেসের ভি বিজয়া সাই রেড্ডি এবং জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা এই সংসদীয় যৌথ কমিটিতে রয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন