এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি – জে পি সি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসতে চলেছে।
সংসদ ভবনের আনেক্সে এই বৈঠকে, কমিটির সদস্যরা, দিল্লি হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং টেলি যোগাযোগ সংক্রান্ত অভাব অভিযোগের নিস্পত্তি ট্রাইব্যুনাল TDSAT এর চেয়ার পারসন বিচারপতি ডি এন প্যাটেল এর সঙ্গে মত বিনিময় করবেন। এরপর কমিটি, ভারতের এটর্নি জেনেরাল আর ভেঙ্কটরমনির সঙ্গে এক বৈঠকে মিলিত হবে।
আগামী দোসরা এপ্রিল, কমিটির পরবর্তী বৈঠক।