মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 19, 2024 3:17 PM

printer

‘এক দেশ এক নির্বাচন: গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: প্রধানমন্ত্রী মোদী।

কেন্দ্রীয় মন্ত্রিসভার একসঙ্গে নির্বাচনের বিষয়ে উচ্চ-স্তরের কমিটির সুপারিশ গ্রহণ করার মধ্য দিয়ে ভারতীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন । সামাজিক মাধ্যমে এক পোস্টে, শ্রী মোদি প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করার ুদ্যোগের   প্রশংসা করেন।  আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটির সুপারিশ অনুসারে ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পরে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কোবিন্দের নেতৃত্বে উচ্চ-পর্যায়ের কমিটি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সহ সংশ্লিষ্ট শোব পক্ষের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছে। দুই ধাপে এটি বাস্তবায়ন করা হবে। শ্রী বৈষ্ণব বলেছেন    প্রথম পর্বে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত  হবে।

দ্বিতীয় পর্বে সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত ও পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন