এক দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখন্ড পৌঁছেছেন। মুখওয়ায় তিনি মা-গঙ্গার দর্শন ও পুজো করবেন। এরপরে, তিনি মুখওয়া ভিউপয়েন্ট থেকে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করবেন। হরসিলে উত্তরাখণ্ড শীতকালীন পর্যটন প্রদর্শনী পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তাঁর। শ্রী মোদী একটি ট্রেকিং অভিযান ও বাইক Rally-রও সূচনা করবেন। হরসিলে একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, উত্তরাখন্ড সরকার চলতি বছর একটি শীতকালীন পর্যটন কর্মসূচীর সূচনা করেছে। গঙ্গোত্রী, যমুনত্রী, কেদারনাথ ও বদ্রীনাথে ইতিমধ্যে হাজার হাজার পুন্যার্থী ঘুরে গিয়েছেন। ধর্মীয় পর্যটনের প্রচার এবং স্হানীয় অর্থনীতির উন্নতির লক্ষে রাজ্য সরকারের এই উদ্যোগ।