মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 5, 2024 9:11 AM

printer

একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন কর্মসূচীর সূচনা ও শিলান্যাস করবেন।

একদিনের সফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি ওয়াসিনে কৃষিজ ও প্রাণী সম্পদ ক্ষেত্রে ২৩ হাজার ৩০০ কোটি টাকার বিভিন্ন কর্মসূচীর সূচনা করবেন। এরপর তিনি বানজারা সম্প্রদায়ের ঐতিহ্য সম্বলিত বানজারা বিরাসাত মিউজিয়ামের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রীর থানেতে ৩২ হাজার ৮০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নী প্রকল্পেরও শিলান্যাস করার কথা।

ওয়াসিনে শ্রী মোদী, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের অষ্টাদশ কিস্তির টাকা প্রদান করবেন। দেশের প্রায় ৯ কোটি ৪০ লক্ষেরও বেশি কৃষককে ২০ হাজার কোটি টাকা দেওয়া হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নমো শ্বেতকারী মহা সম্মান নিধি যোজনার পঞ্চম কিস্তিতে মহারাষ্ট্রের কৃষকদের ২ হাজার কোটি টাকা অতিরিক্ত সহায়তাও প্রদান করবেন। কৃষি পরিকাঠামো তহবিলের আওতায় তিনি এক হাজার ৯২০ কোটি টাকার ৭ হাজার ৫০০ টির বেশি প্রকল্প জাতির উদ্দেশে উত্সর্গ করবেন।

এছাড়াও ১ হাজার ৩০০ কোটি টাকারও বেশি মূল্যে ৯ হাজার ২০০ টি কৃষিজ পণ্য উত্পাদনকারী সংস্থারও উদ্বোধন করবেন তিনি।

গবাদী পশুদের জন্য অভিন্ন জেনোমিক চিপ ও প্রজনন সংক্রান্ত প্রযুক্তিরও সূচনা করার কর্মসূচী রয়েছে। মুখ্যমন্ত্রী সৌর কৃষি বাহিনী যোজনায় ১৯ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ টি সোলার পার্কও তিনি জাতির উদ্দেশে উত্সর্গ করবেন, সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী মাঝি লরকি বহিন যোজনার উপভোক্তাদের।  

থানেতে প্রধানমন্ত্রী মেট্রো ও সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বি কে সি মেট্রো স্টেশন থেকে আরে পর্যন্ত মেট্রো রেল চলাচলেরও সূচনা করবেন তিনি।

থানে ইন্টিগ্রাল রিং মেট্রো রেল প্রকল্পেরও তাঁর শিলান্যাস করার কথা। এর জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ১২ হাজার ২০০ কোটি টাকা।

শ্রী মোদী থানেতে ছেদানগর থেকে আনন্দ নগর পর্যন্ত ৩ হাজার ৩১০ কোটি টাকার এলিভেটেড ইস্টার্ন ফ্রি ওয়ে এক্সটেনশনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে তাঁর ২ হাজার ৫৫০ কোটি টাকার নভি মুম্বই এয়ারপোর্ট ইনফ্লুয়েন্স নোটিফায়েড এরিয়া NAINA-র প্রথম পর্যায়ের কাজের সূচনা করারও কথা রয়েছে। থানে পুর নিগমেরও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এর জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ৭০০ কোটি টাকা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন